মোংলায় ইউপি আ’লীগের উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় মোংলায়ও উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা’র বিস্তারে এবার সীমিত পরিসরেই স্বাস্থ্য বিধি মেনে দিনটি উৎযাপন করা হয়। বুধবার (২৩জুন) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভার আয়োজন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে ঘোষিত নৌকা প্রতিকে নব নির্বাচিত চেয়ারম্যান ও মোংলা উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু উদয় শংকর বিশ্বাস এর উদ্যোগে ইউনিয়ন আ’লীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান বাবু নিখিল চন্দ্র রায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে ঘোষিত নৌকা প্রতিকে নব নির্বাচিত চেয়ারম্যান ও মোংলা উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু উদয় শংকর বিশ্বাস, দিগরাজ ডিগ্রী কলেজের অধ্যাপক তুষার কান্তি গাইন,বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু অর্ধেন্দু শেখর বিশ্বাস,সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান,সহ-সভাপতি বিধান চন্দ্র অধিকারী,সহ-সভাপতি মিহীর রায়,১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সজল দাস,
বুড়িরডাঙ্গা ইউপি মহিলা আ’লীগের সভানেত্রী সুজাতা দাস,বুড়িরডাঙ্গা ইউপি কৃষকলীগের আহবায়ক বিধান চন্দ্র হালদার,বুড়িরডাঙ্গা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি,বুড়িরডাঙ্গা ইউপি ছাত্রলীগের সাঃ সম্পাদক সনজিৎ অধিকারী।
এ সময় অনুষ্ঠানে আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply