বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলায় করোনা-ওমিক্রন সংক্রমণ রোধে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট’র যৌথ উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতির ব্যবস্থাপনায় বুধবার সকালে পৌর শহরের রিমঝিম চত্বরে বিভিন্ন শ্রেণীর পেশার মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক মো. নূর আলম শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো. ইস্রাফিল হোসেন, বিএনাপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ, সিপিবি নেতা মাহারুফ বিল্লাহ, নারীনেত্রী কমলা সরকার, ইউপি সদস্য হাদিসা বেগম, রোজলিন অন্তরা, সাংবাদিক শেখ রাসেল ও হাসিব সরদার। মাস্ক বিতরণের আগে ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা করোনা ভাইরাস-ওমিক্রন মোকাবেলায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা করোনা ভাইরাস মোকাবেলায় এন-৯৫ মাস্ক বিতরণে সহায়তা প্রদাণের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, বাপা ও সৈয়দ শাকিল ট্রাস্ট’র উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতির ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।