বায়জিদ হোসেন, বাগেরহাটঃ
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খালের চরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর বেলা ১১টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পৌর শহরতলীর নারকেলতলা এলাকার মাকড়ঢোন-বাঁশতলা খালের চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এরপর দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ হারুন বলেন, এ খালটি পৌরসভার ১ নম্বর ও চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝে পড়েছে। ওই খালের চরে পড়ে থাকা কিংবা ভেসে আসা নবজাতকের লাশটির বয়স ২/৩ দিন হবে। এটি স্থানীয় কেউ খালে ফেলেছেন, নাকি অন্য কোন জায়গা থেকে ভেসে এসেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি আরো বলেন, নবজাতকটি কন্যা শিশু। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।