মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলায় গাঁজাসহ চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাদককারবারী কামাল মীর (২৭) কে আটক করে পুলিশ। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক মাদককারবারী কামাল মীর মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সাধারণ সম্পাদক মীর হাসেমের ছেলে। মীর হাসেম পৌরসভার কেওড়াতলা এলাকার বাসিন্দা।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে কামাল মীরকে মাদকসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।