বায়জিদ হোসেন, মোংলাঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার পহেলা মার্চ
সন্ধ্যায় মোংলার মিঠাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালির মেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড পর্যায়ে উদযাপিত হয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থানা আ’লীগের সদস্য গাজী আবু বকর, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ওয়ার্ড সদস্য শেখ মনিরুল ইসলাম, উকিল উদ্দিন ইজারদার, সাধারণ সম্পাদক খাঁন মোঃ শাহআলম, সহ-সভাপতি আবুল কালাম শেখ ও গাজী আঃ সালামসহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ জয়ন্তী’ উদযাপন বাঙালীর জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ ‘উন্নয়নের বিস্ময়’। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ সময় স্থানীয় আ’লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে
আলোচনাসভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
Leave a Reply