বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় অতি বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার প্রায় দুইশত মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পৌরসভার পশুহাসপাতাল রোড এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ী হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে রান্নাবান্না বন্ধের পাশাপাশি ঘরে থাকার পরিস্থিতি না থাকায় বুধবার বিকেলে ওই এলাকার দুইশত মানুষ সংলগ্ন সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজে আশ্রয় নিয়েছে। আশ্রিতদের জন্য রাতের খাবারের (খিচুড়ি) ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তার দেয়া চাল-ডালে রান্না হচ্ছে আশ্রিতদের জন্য খিচুড়ি। উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, ঘরবাড়ী তলিয়ে যাওয়ায় যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ তারা সেখানে থাকবেন ততক্ষণ তাদের খাবারদাবার দেয়া হবে। তিনি আরো বলেন, বিকেলে কামারডাঙ্গা এলাকারও ৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতর করা হয়।