প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২২, ৬:১৫ পি.এম
মোংলায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি, নৌ ও সড়ক পথে বিঘ্ন বায়জি হোসেন, বাগেরহাটঃ দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শবিবার ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশায় চারিদিকে ঘোয়াশা অবস্থার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই মধ্য দুপুর পর্যন্ত আকাশে দেখা মেলেনি সূর্যের। তাই আগের চেয়ে বেশি শীতও জেঁকে বসেছে এ এলাকায়। কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশা আর গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। তবে মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি, নৌ ও সড়ক পথে বিঘ্ন
বায়জি হোসেন, বাগেরহাটঃ
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শবিবার ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশায় চারিদিকে ঘোয়াশা অবস্থার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই মধ্য দুপুর পর্যন্ত আকাশে দেখা মেলেনি সূর্যের। তাই আগের চেয়ে বেশি শীতও জেঁকে বসেছে এ এলাকায়। কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশা আর গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। তবে মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.