বায়জিদ হোসেন, বাগেরহাটঃ
মোংলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মুজিবশতবর্ষ ও বিজয়ের ৫০ বছরের জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলহাজ্ব বেগম হাবিবুন নাহার। অনুষ্ঠান জুড়ে তার সাথে রয়েছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র শেখ আঃ রহমান, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আ'লীগের উদ্দোগে অনুষ্টিত হয় আলোচনা সভা, র্যালী, দোয়া মাহফিল। এবং স্বাধীনতা স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। আয়োজিত আলোচনা সভায় উপজেলা এবং পৌর আওয়ামীলীগের বিভিন্ন স্থারের নেতাকর্মীরা। উপজেলা আ'লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাসের সাভাপতিত্বে প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার বলেন, মহান বিজয় দিবস, বাঙালি জাতির এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সেইসব দেশ ও ব্যক্তিবর্গের প্রতি যাঁরা আমাদের মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা দিয়েছেন।আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের-কে, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। পরে ১৯৭১ সালে সকল বীর শহিদ দের স্বরণে অনুষ্টিত হয় দোয়া মাহফিল।