মোংলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে মোংলার মিঠাখালী বাজারে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টিত হয়েছে। সভায় মোংলা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ সোহরাফ হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, কবি সাইফুল্লাহ্, প্রমূখ। এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশের জন্য একের পর এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ এবং দেশকে গড়ার কাজ করছিলেন। এক স্বাক্ষরে ৩৭ হাজার প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছিলেন বঙ্গবন্ধু। তাঁরই সুযোগ্য কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক স্বাক্ষরে ২৬ হাজার প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছেন। যেমন বাবা, তেমন মেয়ে। বঙ্গবন্ধুর সব স্বপ্ন পূরণ করছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা আরো উপরে উঠতে পারতাম। এখন আমরা পাকিস্তানের চেয়ে অনেক উপরে। দেশের সর্বক্ষেত্রে আমাদের অর্জন গর্ব করার মতো। পরে কেক কেটে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী।