মোংলা প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সেবা কার্যক্রমের ৫০ বছর পেরিয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে মোংলার শেহলাবুনিয়া ধর্মপল্লী মিলনায়তনে বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হয়েছে সংস্থাটির সূবর্ণ জয়ন্তী। আয়োজনের মধ্যে অনুষ্ঠানস্থলে প্রথমে সকালে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও কারিতাস পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়ানো, মোমবাতি প্রজ্জলন, আমন্ত্রিত অতিথিদের ফুলে দিয়ে শুভেচ্ছা, সস্মাননা স্বারক প্রদাণ, কারিতাসের থিম সং ও দলীয় নৃত্য, আলোচনা এবং সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। পরে কারিতাস বাংলাদেশ'র সভাপতি বিপশ জেমস'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ। এ সময় কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কারিতাস একটি আন্তর্জাতিক রোমান ক্যাথলিক সাহায্য সংস্থা, যা ১৬৫টি সংস্থার সমন্বয়ে ২০০টির বেশি দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১৮৯৭ সালের ৯ নভেম্বরে লোরেঞ্জ ওয়ার্থম্যান কারিতাস প্রতিষ্ঠা করেছিলেন। কারিতাস সুইজারল্যান্ডে ১৯০১ সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১০ সালে গঠিত হয়। কারিতাস একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে দরিদ্র ও নিপীড়িতদের নিয়ে কাজ করে চলেছেন।