মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোংলায় দরজার লক ভেঙ্গে ঘরে ঢুকে ১৩ মাসের শিশুর গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্নলংকার লুটে নিয়েছে মুখোশধারীরা। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামে হযরত মেছেরসাহ্ (রঃ) মাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের মুদি, ঘের ও গাড়ী ব্যবসায়ী আসলাম মৃধা সাগর (৩১) অন্যান্য দিনের মত বুধবার রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩ টার দিকে মুখোশধারীরা সাগরের দরজার লক ভেঙ্গে ঘরে ঢুকে পড়েন। এ সময় মুখোশধারীরা তাদের একমাত্র শিশু কন্যা তাসলিনের (১৩ মাস) গলায় ছুরি ধরে আলমারীর চাবি চান। এতে সাগর ও তার স্ত্রী নীলা বেগম (২৬) ভয়ে তাদেরকে চাবি দিয়ে দেন। চাবি নিয়ে মুখোশধারীরা আলমারীতে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ৫/৬ ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যান। সাগর বলেন, রাত তিনটার দিকে দরজা ভেঙ্গে দুইজন মুখোশধারী লোক ঘরে ঢুকে আমাদের ১৩ মাস বয়সের শিশু কন্যার গলায় চুরি ধরে চাবি নিয়ে টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে দুইজন ঢুকেন, বাহিরে কয়জন ছিল, নাকি ছিলনা তা আমরা দেখিনি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছি, পুলিশ এসে পরিদর্শনও করে গেছে। এ বিষয়
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।