বাগেরহাট প্রতিনিধিঃ
হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে মোংলায় বিভিন্ন সার্বজনীন পুজা মন্ডপে অনুদান দেওয়া হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন উদযাপন কর্তৃপক্ষের হাতে এ অনুদান প্রদান করা হয়। এসময়, বাগেরহাট জেলা আ'লীগের দপ্তর সম্পাদক বাবু অম্বরেশ রায়, মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাছান ছোটমনি, মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ নেতা শেখ আঃ জলিল, মোংলা উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মিলন শিকারী, মিঠাখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান উৎপল মন্ডল, সুন্দরবন ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইকরাম ইজারাদার, বুড়িরডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস,
মোংলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি,এম,আল-আমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী,নবনির্বাচিত মিঠাখালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন নিরব,উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্তলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পীসহ আওয়ামী লীগ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তার বলেন, মানুষ আনন্দ ঘন পরিবেশে মন্দিরে এসে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করছেন। পুজা উপলক্ষে উপজেলার সকল মন্দিরে সহযোগীতা করা হয়েছে। এ সহযোগীতা অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জেলার সর্বত্র সুন্দর ও মনোরম পরিবেশে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও এ উৎসব মিলন মেলায় পরিনত হয়েছে।