মোংলায় ব্রেন টিউমার আক্রান্ত হানিফার চিকিৎসায়
দিপঙ্কর মৃধা'র অর্থ প্রদান
বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলায় অসহায় ইকলাসের শিশু সন্তান আবু হানিফার পাশে দাড়িয়েছেন আমেরিকা প্রবাসী ও পি.ডি.এম. ফাউন্ডেশন এর চেয়ারম্যান দিপঙ্কর মৃধা দিপু। মোংলার মিঠাখালী গ্রামের বাসীন্দা মোঃ ইকলাছ শেখ এর সন্তান আবু হানিফা শেখ'র (০৯ বছর) ব্রেন টিউমার আক্রান্ত হওয়ায় পরিবারের পক্ষথেকে চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান দের কাছে আকুল আবেদন জানিয়েছিলেন শিশুটির পরিবার। আবেদনে সাড়া দিয়ে পি,ডি,এম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপঙ্কর মৃধা (দিপু) ( ১৬ এপ্রিল) শনিবার এই অসহায় পরিবারে হাতে নগত অর্থ প্রদান করা হয়। এ সময় উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক দুলাল ফকির, মোঃ সেকেন্দার ফকির, তুহিন শিকদার, সজীব মন্ডল প্রমূখ উপস্থিত থেকে ইকলাসের পিতার হাতে এ অর্থ সহায়তা তুলে দেন। উল্লেখ্য, আগুনে পুড়ে যাওয়া, অসহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন কয়েক বছর ধরে। তিনি করোনা কালে মোংলা উপজেলায় খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা প্রদানে ছিলেন সবার উর্ধ্বে। মানুষের পাশে থাকার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন পি.ডি.এম. ফাউন্ডেশন। দিপু মৃধা- দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, অতিদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছেন। পি.ডি.এম. ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি.ডি.এম. ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মোংলা সহ পাশ্ববর্তি উপজেলাতে খাদ্য সামগ্রী বিতরণসহ স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের অতিদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ দিয়ে আসছে পি.ডি.এম. ফাউন্ডেশন।মোংলায় ব্রেন টিউমার আক্রান্ত হানিফার চিকিৎসায়
দিপঙ্কর মৃধা'র অর্থ প্রদান
বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলায় অসহায় ইকলাসের শিশু সন্তান আবু হানিফার পাশে দাড়িয়েছেন আমেরিকা প্রবাসী ও পি.ডি.এম. ফাউন্ডেশন এর চেয়ারম্যান দিপঙ্কর মৃধা দিপু। মোংলার মিঠাখালী গ্রামের বাসীন্দা মোঃ ইকলাছ শেখ এর সন্তান আবু হানিফা শেখ'র (০৯ বছর) ব্রেন টিউমার আক্রান্ত হওয়ায় পরিবারের পক্ষথেকে চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান দের কাছে আকুল আবেদন জানিয়েছিলেন শিশুটির পরিবার। আবেদনে সাড়া দিয়ে পি,ডি,এম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপঙ্কর মৃধা (দিপু) ( ১৬ এপ্রিল) শনিবার এই অসহায় পরিবারে হাতে নগত অর্থ প্রদান করা হয়। এ সময় উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক দুলাল ফকির, মোঃ সেকেন্দার ফকির, তুহিন শিকদার, সজীব মন্ডল প্রমূখ উপস্থিত থেকে ইকলাসের পিতার হাতে এ অর্থ সহায়তা তুলে দেন। উল্লেখ্য, আগুনে পুড়ে যাওয়া, অসহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন কয়েক বছর ধরে। তিনি করোনা কালে মোংলা উপজেলায় খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা প্রদানে ছিলেন সবার উর্ধ্বে। মানুষের পাশে থাকার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন পি.ডি.এম. ফাউন্ডেশন। দিপু মৃধা- দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, অতিদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছেন। পি.ডি.এম. ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি.ডি.এম. ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মোংলা সহ পাশ্ববর্তি উপজেলাতে খাদ্য সামগ্রী বিতরণসহ স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের অতিদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ দিয়ে আসছে পি.ডি.এম. ফাউন্ডেশন।