বায়জীদ হোসেন
মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে (২৭ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা ৬ টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আয়োজিত সংবর্ধণা ও আলোচনা সভায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। অনুষ্ঠানে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার,
উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান ছোটমনি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ইজারাদার, উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, পৌর আ'লীগের সংগঠনিক সম্পাদক সাখাওয়াত হেসেন (মিলন) প্রমূখ।
এ সময় সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ আ'লীগের বিভিন্ন পর্যায়ের সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা দের সস্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শিক্ষা দর্শন, শিক্ষা ভাবনা সেটির ওপর ভিত্তি করেই বঙ্গবন্ধু কন্যার দিক নির্দেশনায় সামনে এগিয়ে যেতে চাই। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বার জন্য যে সোনার মানুষ দরকার সেই সোনার মানুষ গড়ার হাতিয়ার তো শিক্ষা। বিজ্ঞান মনস্ক আধুনিক দক্ষ যোগ্য মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে। পরমতসহিষ্ণু মানুষ হবে সেটাই আমাদের লক্ষ্য। স্বাধীনতার ৫০ বছরে আয়োজিত আলোচনা এবং মুক্তিযোদ্ধা দের সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যকে হত্যা করা হয়েছিল। এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে সূত্রপাত করেছিলেন বঙ্গবন্ধু। তার উত্তরাধিকার বঙ্গবন্ধু কন্যা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ কারনে আজকে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের ৫০ বছরের যে অগ্রগতি তার প্রতিবন্ধকতাও আমরা চিহ্নিত করতে চাই। চিহ্নিত করে আমাদের আগামীর যে যাত্রা- যেখানে আগামী ৫০ বছরে, শতবর্ষে বাংলাদেশ এক ভিন্ন ও মানবিক বাংলাদেশ হবে। পাশাপাশি সোনার বাংলা বিনির্মাণে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সে আহ্বান আমরা সবসময় রাখতে চাই।
পরে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্টান সঞ্চলনা করেন মিঠাখালী ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মন্ডল।