মোংলা প্রতিনিধিঃ
করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য জরম্নরি পুনর্বাসন প্রকল্পে'র আওতায় মোংলায় রূপান্ত্মরের আয়োজনে (১৮ সেপ্টেম্বর) রবিবার সকালে চালনা বন্দর মডেল মাধ্যমেক বিদ্যালয় মিলনায়তনে পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী বিপুল চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্ত্মরের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ ও রূপান্ত্মরের শেখ আব্দুল হালিম। মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুল সমন্বয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক মমতাজ খানম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামপদ মন্ডল ও মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। এছাড়া রূপান্তরের পক্ষ থেকে গোলাম মোস্ত্মফা, সুনীতি রায়, প্রধান শিক্ষক রোকন উদ্দিন, প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, প্রধান শিক্ষক নরেশ হালদার, সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক পবন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে "বর্জ্য ফেলনা নয়, সম্পদ" বিষয়ের উপরে অংশ নেয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় বনাম চালনা বন্দর মাধ্যবিক বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের দলনেতা বেনেডিক্ট তমাল মন্ডল।