মোংলা প্রতিনিধিঃ
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে বুধবার ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশার পাশাপাশি হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে আগের তুলনায় শীতের প্রকোপও বেড়েছে। কুয়াশায় সড়ক ও নদী পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বাতাস ও বৃষ্টিতে ভোগান্তীতে পড়েছে নিতান্তই খেটে খাওয়া মানুষের।