মোংলা প্রতিনিধি
মোংলায় বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেছেন পুলিশের এসআই দেবোজিত কুমার সানা। সোমবার সকালে এ মামলা দায়ের হয়। এ মামলায় গত রাতে আটক বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মীকে সোমবার সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হওয়ার কথা ছিলো। কিন্তু এর আগে গত রাত থেকে বিএনপি-জামায়তের নেতা-কর্মীদের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী বলেন, সোমবার কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম করার উদ্যোগ নেয়ায় পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের আটক ও হয়রানী করছেন। এছাড়া গভীর রাতে নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, গ্রেফতার ও হয়রানী করছে পুলিশ। এদিকে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরেই মোংলায় বিএনপি নেতা-কর্মীদের কোন মিছিল, মিটিং ও সমাবেশ নেই। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে পুলিশ। পুলিশ অতি উৎসাহি হয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় চালাচ্ছেন। পুলিশের এমন কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অতি উৎসাহী এ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনতৎসহ বিস্ফোরক আইনে এসআই দেবোজিত কুমার সানা বাদী হয়ে ১৩ জনের নামসহ ২৫/৩০ জনের অজ্ঞাতনামা বিএনপি ও জামায়াতে নেতা-কর্মীদের বিরুদ্ধে সোমবার সকালে এ মামলা দায়ের করেন। এ মামলায় গত রাতে গ্রেফতার হওয়া রিয়াদুল ইসলাম মৃদুল (৩০), সোহাগ হাওলাদার (৩০) ও আবু সাঈদ শেখ বাপ্পী (৩০) কে সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।