বায়জিদ হোসেন, মোংলাঃ
আইডিয়াল হিউমান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহানআলী বাজারে সহ আরো ২ স্থানে ১৫০ জন অসাহয় ও দুস্থদের মাঝে এ শীতবস্র বিতরণ করা হয়। শীতবস্র বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য মোল্লা গোলাম রসূল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন মোংলা পৌর যুবলীগ নেতা মোঃ ছাদ্দাম হোসেন। এ সময় ওন্যনের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোঃ শাজাহান, আইডিয়াল হিউমান ওয়েলফেয়ার সোসাইটি মংলা উপজেলা শাখা'র প্রতিনিধি মোঃ আবুল হোসেন,
মিঠাখালী ইউনিয়ন প্রতিনিধি মোঃ সবুজ, সুন্দরবন ইউনিয়ন প্রতিনিধি মোঃ মাসুদ শেখ ও আইডিয়াল হিউমান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় বক্তরা বলেন,
বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সঠিক ও কার্যকর পদক্ষেপের কারণে মানুষের জীবনমানের অভাবনীয় পরিবর্তন হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগের মতো বিদ্যুৎ মাঝে মাঝে আসে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সারা দেশে। উন্নয়নের উৎসব চলছে দেশের প্রতিটি আনাচে-কানাচে। শিল্প উদ্যোক্তারা ব্যবসাবান্ধব পরিবেশ পেয়ে নতুন নতুন কারখানা স্থাপনে উৎসাহী হচ্ছেন। শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান হচ্ছে। দেশে বিদেশি বিনিযোগ বেড়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েক গুণ। এক কথায় বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। আর এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ইস্পাত কঠিন নেতৃত্ব ও দেশ পরিচালনায় অভাবনীয় দক্ষতা ও বিচক্ষণতার কারণে। এতে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল হয়েছে।
পরে ৩ টি ওয়ার্ডে অসাহায় দুস্থদের মাঝে এ শীতবস্র বিতরণ করা হয়।