বায়জিদ হোসেন, মোংলাঃ
সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ৯৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল। ৩১ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ৩ টায় সুন্দরবন সংলগ্ন দাকোপের গুনারী শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিযানের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার
গুনারী শ্মশানঘাট এলাকা থেকে ৩১ জানুয়ারি সোমবার দুপুরে ৯৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ শাহ্জামাল (২৮)। তিনি কয়রা উপজেলার ভাগবা গ্রামের মকবুল সরদারের ছেলে। মাদক ব্যবসায়ী শাহজামাল দীর্ঘদিন ধরেই ইয়াবা গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।