বাগেরহাট প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে কোস্টার ও কার্গোর সঙ্গে ধাক্কা লেগে কার্গো জাহাজের হ্যাচ ফেটে দুর্ঘটনাকবলিত হয়েছে। তাৎক্ষণিকভাবে কার্গোটি চ্যানেলের পাশে চরে নিরাপদে সরিয়ে নেয়া হয়। ওই সময়ের মধ্যে জাহাজের ফাটা জায়গায় পানি ঢুকে প্রায় চার হাজার ব্যাগ/বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন দুর্ঘটনাকবলিত কার্গোর মাস্টার। দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মেঘনা-৭ এর মাস্টার মো. মিরাজ জানান, সোমবার বিকেলে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের রামপালের পুটিমারী এলাকা দিয়ে কার্গোটি যাওয়ার সময় সামনে থাকা অপর কোস্টার এম,ভি এ, আজিজ জাহাজের সঙ্গে পেছনের সুকানে ধাক্কা লাগে। এতে কার্গোটির বাম পাশের হ্যাচ ফেটে যায়। ফেটে যাওয়া জায়গা থেকে পানি ঢুকতে থাকলে দ্রুত কার্গোটি চ্যানেলের পাশের চরে সরিয়ে নেয়া হয়। সেখানে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কার্গোটি হতে দু হাজার বস্তা সিমেন্ট অন্য নৌযানে সরিয়ে নেয়া হয়েছে। পরে কার্গোটি হালকা হলে পুটিমারী খালের ভেতরে নিরাপদে সরিয়ে নেয়া হয়। কার্গোটিতে ৮৮৮০ বস্তা সিমেন্ট ছিলো। কার্গোটি ঢাকার নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপের ঘাট থেকে সিমেন্ট নিয়ে খুলনার শিকিরহাটে যাচ্ছিল।
বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. জাহিদ হাসান বলেন, দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটি ঘাষিয়াখালী মূল চ্যানেলের বাইরে একটি খালের মধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তারপরও আমরা সেখানে নজরদারি রেখেছি, যাতে সেখানে নতুন করে দুর্ঘটনা না ঘটে।
Leave a Reply