মোংলা পোার্ট পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম
উন্নয়ন বিষয়ক পরিকল্পনা সভা
বায়জিদ হোসেন, মোংলাঃ
বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা সভা ৬ এপ্রিল বুধবার সকালে পৌর মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। (৬ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহ্বায়ক মো. নূর আলম শেখ, প্যানেল মেয়র মো. হুমায়ুন নাসির, পৌর কাউন্সিলর শফিকুর রহমান, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, সাংবাদিক হাসান মাহমুদ, রূপান্তরের স্ক্রীম প্রকল্পের জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মীরু, উপজেলা সমন্বয়কারী সুনীতি রায় প্রমূখ। সভায় বক্তারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বর্জ্য ডাম্পিং ষ্টেশন স্থাপন, একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ, বাসা-বাড়ীর বর্জ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাল খনন, পলিথিনের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। পরিকল্পনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, নারীনেত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।