বায়জিদ হোসেন, মোংলা প্রতিনিধিঃ
মোংলা পোর্ট পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ'র ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। রবিবার (২৫ জুন) সকালে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান পৌরসভা চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল উপকারভোগীর মাঝে আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় ভিজিএফ'র ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসারসহ পৌর কাউন্সিলর এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় মেয়র, শেখ আব্দুর রহমান বলেন, প্রতিটি মানুষ যেন সঠিক মাপে তার প্রাপ্য চাল পায় তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মোংলা পোর্ট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে।
বাংলাদেশের ৬৮ শতাংশ মানুষ গ্রামে বাস করে। তাদের খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহৃত হচ্ছে। এছাড়া কৃষিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের কারণে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
সরকার সহায়দের পাশে দাঁড়াতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা দিয়ে আসছেন। এসব সহায়তা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান।