মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে জাহাজে কর্মরত ৩১৫০জন শ্রমিক-কর্মচারীর মাঝে আসন্ন উদুল আযহা উপলক্ষে আগাম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস,এম মোস্তাক মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এম,এ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মোঃ মসউর রহমান, এইচ এম দুলাল ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু। শ্রমিক সংঘের নেতা ওমর ফারুক সেন্টু বলেন, প্রতি বছরের মতো এবারও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন বন্দরে জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদেরকে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, পোলাও, ডাল, আলু, চিনি, লবণ, তেল, দুধ ও সেমাই।