মোবাইল কোর্ট অভিযানে নানিয়ারচরে দশ হাজার টাকা জরিমানা
।।নানিয়ারচর প্রতিনিধি।।
নানিয়ারচর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার (০১লা এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা ৫১ এবং দুপুরে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের ধারা ১৩৪ অনুযায়ী ভিন্ন অভিযানে ১০হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে উপজেলা পরিষদ এলাকার দোকানী জিশু নাগ কে নগদ ৬হাজার টাকা এবং দুপুরে উপজেলার দোসর পাড়া এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৪ ধারা ভঙ্গের দ্বায়ে ৮জন চালককে নগদ ৪হাজার টাকা জরিমানা করে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা সূত্রে জানা যায়, আগামী রমযান কে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাহাড়ি এলাকায় দূর্ঘটনা রোধে মোটরযান অভিযান পরিচালনা করা হয়।