1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মোল্লা পরিবারের সুনাম নষ্ট করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলে জন্য বিনা আক্তার স্ত্রী দাবি, বলেন নাফিজ - dainikbijoyerbani.com
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
ad

মোল্লা পরিবারের সুনাম নষ্ট করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলে জন্য বিনা আক্তার স্ত্রী দাবি, বলেন নাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯১ Time View

মোল্লা পরিবারের সুনাম নষ্ট করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলে জন্য বিনা আক্তার স্ত্রী দাবি, বলেন নাফিজ

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে কাঁঠালিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা মৃত্যূর পর একই পরিষদের সংরক্ষিত ১,২,ও৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিনা আক্তার মৃত্যু হারুন মোল্লা স্ত্রী বলে দাবী করেন । এ ঘটনায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাস্থ কাঁঠালিয়া ইউনিয়ন জুড়ে আলোচনার ঝড় উঠে। এর প্রতিবাদে মঙ্গলবার কাঁঠালিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ মোল্লার পরিবারের পক্ষ থেকে তাদের বাড়ীতে সাংবাদিক সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম হারুন অর রশিদ মোল্লার একমাত্র ছেলে জুলকার নাইম নাফিজ। এসময় পরিবারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ভাই ইকবাল মোল্লা, হাবীবুর রহমান মোল্লা শিপনসহ অন্যান্য আত্মীয় স্বজনরা।

লিখিত বক্তব্যে নাফিজ বলেন, তার পিতা মরহুম হারুন অর রশিদ মোল্ল নরসিংদীর কাঁঠালিয় ইউপির নির্বাচিত চেয়ারম্যান। সম্প্রতি ইউনিয়ন পরিষদে অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যূ হয়। তার মৃত্যূর ৩/৪ দিন পর বন্ধু-বান্ধবদের কাছ থেকে একই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড-১ এর সদস্য বিনা আক্তার তার পিতা স্ত্রী দাবী করে এলাকায় অপ্রচার চালাচ্ছে। তার পরিবারের সদস্যরাও লোক মারফত বিয়ষটি সত্য উপস্থাপনের জন্য বলে। কিন্তু বিনা আক্তার কারো কাছে বিয়ের কাবিন নামা দেখাতে পারেনি। শুধু মাত্র নোটারী পাবলিকেশনের একটি হলফ নামা যা একে একজনের কাছে ভিন্ন ভিন্ন তারিখের উপস্থাপন করে।

নাফিজ বলেন, ইউপি সদস্য বিনা আক্তার অতি লোভি ও খারাপ প্রকৃতির একজন মহিলা। তার প্রথম বিয়ে হয় রহিমদি গ্রামের মানাউল্লাহ মিয়ার সাথে। সেই পরিবারে তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ওই স্বামী ঘরে থাকা অবস্থায় নায়াকান্দি গ্রামের মোস্তফা মেম্বারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মোস্তফা মেম্বারের হাত ধরে ঘর ছাড়ে মানাউল্লাহর। তার দ্বিতীয় স্বামী মোস্তফা মেম্বারের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে ওই মহিলা আমার মরহুম পিতার বিয়ে করা স্ত্রী বলে দাবী করছে। যার কোন ভিত্তি নেই। লোভি প্রকৃতির এই মহিলা মোল্লা বাড়ীর বউ হিসেবে আর্থিক সুবিদা ভোগ করতে, চেয়ারম্যানের চেয়ার হাতিয়ে নিতে, রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে এই সকল কূট-কৌশল। যার কিছুটা হলেও ইতোমধ্যে তার হাসিল হয়েছে। আমার পিতার মৃত্যূর পর বর্তমানে বিনা আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে।
লিখিত বক্তব্যে সে আরও বলেন, আমার পিতা একজন ইউপি চেয়ারম্যান ছিলেন, আর বিনা আক্তার তারই পরিষদের একজন সদস্য ছিলেন। সহকর্মী হিসেবে এক সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় দুইজনে একসাথে বিভিন্নভাবে ছবি তোলে। আর ওই স্বার্থানেস্বী মহিলা নিজ স্বার্থ চরিতার্থ করতে আমার পিতার সাথে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ লোকজনদের দেখিয়ে বেড়াচ্ছে। সে আমার পিতার এলাকায় বিভিন্ন রকমের অপকর্মসহ স্ত্রী দাবি করে রাজনৈতিক ফায়দা লুটছে। অল্প কয়েক দিনে অন্যায়ভাবে এলাকার মানুষদের ঠকিয়ে টাকার পাহাড় গড়ছেন। যাপন করছে বিলাস বহুল জীবন। আমার পিতার স্ত্রী দাবীসহ মোল্লা বাড়ীর মান-সম্মান যাতে ক্ষুন্ন না হয় তার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এসময় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ করিরা উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি