মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শনিবার (২১ মে) রাতে উপজেলার ফুলতলা ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী ইন্দ্রজিৎ চাষা (৪৩) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০ টার সময় উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের অধীর চাষার ছেলে ইন্দ্রজিৎ চাষা (৪৩) কে নিজ বাড়ী থেকে ২০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার সহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় এস আই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মহিউদ্দীন ভূঁইয়া, এএসআই জোসেফ আহমদ, এএসআই জহিরুল, এএসআই মোহাম্মদ আলী সহ একদল পুলিশের অভিযানে উক্ত মাদক উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জনস্বার্থে দমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply