মৌলভীবাজারে খানদানী রেস্টুরেন্টের কর্মচারী শিশু তানিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস কাউন্সিল (বিএনজেএইচসি)।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোঃ আবুল বাশার ও সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন বলেন, “শিশু শ্রম আইনগত দন্ডনীয়। যে বয়সে শিশু তানিমের বিদ্যালয়ে থাকার কথা সেই বয়সে পরিবারের একটু স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নিজেকে যুক্ত করেছে হোটেল শ্রমিক হিসেবে। রেষ্টুরেন্টটি শ্রম আইনের তোয়াক্কা না করে শিশু নিয়োগ ও পিটিয়ে হত্যা করেছে যা মধ্যযুগের বর্বরতাকে হার মানিয়েছে। গত ২৪ শে জুন শনিবার হত্যার ঘটনাটি ঘটলেও পরিবারের নিকট পরের দিন ২৫ শে জুন দুপুর ১২ টার সময় জানানো হয় যা বিস্ময়কর। আমরা মনে করি, ইচ্ছাকৃত ভাবে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত না করতে পেরে এমনটি করা হয়েছে।”
বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস কাউন্সিল (বিএনজেএইচসি) অতি দ্রুতই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং পাশাপাশি যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানে শিশু শ্রমিক নিযুক্ত আছে সেগুলো অভিযান চালিয়ে বন্ধ সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।
Leave a Reply