আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের শহিদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে র্যালি সহকারে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র মো. ফজলুর রহমান। সেমিনারে সাংবাদিক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইসিটি স্পেশালিষ্ট, ফ্রীলান্সার, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।