মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান স্যারের পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনাকালে ৬ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ১৯.৫০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৪নং সিন্ধুরখান ইউনিয়নের পূর্ব বেলতলী গ্রামের জনৈক আলমগীর মিয়ার বাড়ির উঠান থেকে মোঃ ফারুক মিয়া ওরফে ফারুক হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে ৩৮ পিস ইয়াবা সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতার ফারুক মিয়া শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের মৃত মোঃ আব্দুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, ৩৮ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।