মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:-
মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল করায় মোবাইল কোর্টে পরিচালনা করে ১৮৬ ব্যক্তিকে ১,৪৩,৭৫০/- টাকা অর্থদন্ড প্রদান।
আজ মঙ্গলবার (২৯ জুন) মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ও সকল উপজেলায় আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৮৬ ব্যক্তিকে মোট ১,৪৩,৭৫০/- টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। মোবাইল কোর্ট।