রুবেল বখস পাবেল, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পযালোচনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সাকিট হাউস মুন হলে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) প্রভাংশু সোম মহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা আক্তার প্রমুখ।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, তার বক্তব্যে বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পরও বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, ২০১৯ সালের পর থেকে করোনাকালীন মহামারির কারণে বাল্যবিবাহ বেড়েছে। তখন স্কুল-কলেজ বন্ধ ছিলো। সকলে ঘরবন্ধি ছিলেন। তখন বাল্যবিবাহ বেড়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে ইভটিজিং, দারিদ্রতা, অসচেতনতার কারণেও বাল্যবিবাহ হয়ে থাকে।
জেলা প্রশাসক আরও বলেন, আমাদের দেশে মেয়েরা স্কুলে যাওয়ার সময় ইভটিজিংয়ের ঘটনা ঘটে। তাছাড়া দারিদ্রতাও একটা বিষয়। তখন বাবা-মা মেয়েকে বোঝা হিসেবে মনে করে। এ অবস্থায় মেয়েকে বিয়ে দিতে পারলে অভিভাবক স্বস্তিবোধ করেন। কিন্তু বিবাহের ক্ষেত্রে ছেলেমেয়েদের শারীরিক গঠন, বুদ্ধিমত্তা ও আবেগ বিয়ের জন্য উপযুক্ত কিনা সেটা চিন্তা করতে হবে। এক্ষেত্রে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে। সর্বোপরি সামাজিক সচেতনতার বিকল্প নেই। সভায় বিদ্যমান আইন প্রয়োগের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার মনিটরিং, কাজীদের নিয়ে সভাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এসভায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।