মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সকালে মৌলভীবাজার সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার ৩ সংসদ সদস্য
নেসার আহমেদ, সংরক্ষিত আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহমদ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংরক্ষিত আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, মেজবাহুল আহমেদ, চেয়ারম্যান জেলা পরিষদ, মৌলভীবাজার, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার,মৌলভীবাজার, মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মৌলভীবাজার, মোঃ ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার, মোঃ জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার, মৌলভীবাজার ।
শিশুদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠান শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তের উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এদিকে কুলাউড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাগন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য নেতৃবৃন্দরা স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বাবু সুশীল দে, কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ, কুলাউড়া সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীসহ থানার অফিসার ও ফোর্স বৃন্দ।