জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলা প্রশাসন কঠোর অবস্থানে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের মধ্যে অপ্রয়োজনে ঘরের বাইরে ও বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজারে ১০৯ জনকে ১ লাখ ২ হাজার ৬০০ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জুলাই) দিনভর জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নেতৃত্ব দেন।
অভিযানে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক চলাচলে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে মৌলভীবাজার জেলা প্রশাসন।