মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সহায়তা হিসেবে থাকছে ১০ কেজি চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
প্রথম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচিতে জেলার ৫টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন৷