মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর এলাকার নিল আকাশ বার্গার এলাকায় থেকে ৫৮৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
১৮ সেপ্টেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও সিনিয়র এএসপি মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আলাল মিয়া(৩২), পিতা-মৃত মানিক মিয়া, গ্রাম-নিতেশ^র মোকামবাজার, থানা- মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার। আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।