জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলায় বিপন্ন প্রজাতির মৃদু বিষধর সাপ আইড ক্যাট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার করার পর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
(১১ জুলাই) রাতে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, গতকাল বিকেলের দিকে বিপন্ন প্রজাতির আইড ক্যাট সাপটিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুনবাজার এলাকায় পাওয়া যায়।
অনেকে সাপটিকে মেরে ফেলতে চাইলে একজন ফোন করে বিষয়টি আমাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।
তিনি আরও বলেন, বিপন্ন প্রজাতির এই সাপ আগে অনেক দেখা যেত। উদ্ধার করা এই সাপটি লম্বায় প্রায় সাড়ে ৩ ফুট।
গায়ের রঙ হালকা গোলাপি। শরীরে চমৎকারভাবে সাদা-কালো ডোরাকাটা দাগ রয়েছে সাপ গুলোর।
Leave a Reply