মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইলের সখিপুরে (১৫আগস্ট) সকাল থেকেই শুরু হয় বিভিন্ন কর্মসূচি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় শোক দিবস পালনে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সখিপুর থানা,এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচির আয়োজন করেন।
সখিপুর উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে, শোক র্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, যুবঋন ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
রবিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী'র সভাপতিত্বে উক্ত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালি,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন।
এছাড়া, সখিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।
অপর দিকে,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় শালগ্রামপুর ব্রিজ থেকে কালিয়ান বাজার পর্যন্ত রাস্তার দু'পাশে বৃক্ষ রোপণ করেন।
দিন ব্যাপী এই কর্মসূচীতে ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু) পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারি কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে সাইদুল হক ভূঁইয়া, সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ ও আ,লীগের সহসভাপতি রফিক ই রাসেল, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক ও অধ্যাপক নজরুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আহম্মদ আলী মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, স্থানীয় জনতা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সর্বাত্মক অংশগ্রহণে বিনম্র শ্রদ্ধা ও সম্মানের সহিত দিবসটি উদযাপন করা হয়েছে।