স্টাফ রিপোর্টার যশোর জেলা
কর্তৃক সুদের টাকা আদায়ের লক্ষ্যে আমার ছেলেকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে জোরপূর্বক জমি লিখে নেয়ার পর ছেলেকে গুম করার ন্যায বিচার পাইবার জন্য আবেদন।
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ তফরুন নেছা। স্বামী মৃত হাসেম বেপারী, সাং- ভবের বেড়, ডাক বেনাপোল, থানাঃ বেনাপোল পোর্ট জেলা যশোর। এই মর্মে অভিযোগ করেছে ১ আবুল হাশেম, ২ আবুল কাশেম, ৩মোঃবিল্লাল হোসেন, ৪মোঃ বাবু, ৫ মোঃ জিয়া সরবপিতা মৃত মাদার বক্স ডাকঃ বেনাপোল থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর এলাকায় চিহ্নিত সুদের কারবারি
মহোদয় আমার স্বামী হাসেম বেপারী ক্যান্সার রোগে আক্রান্ত হলে আমার ছেলে আকবর হোসেন তার পিতার চিকিৎসার জন্য উক্ত আবুল হাশেম এর নিকট থেকে বিভিন্ন মেয়াদে সর্বমোট 3,80,000/-(তিন লক্ষ আশি হাজার টাকা)গ্রহণ করে কিছুদিন পর আবুল হাসেম গং সুদ সহ আমার ছেলে আকবর হোসেনের কাছে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা পাওনা আছে বলে দাবি করে। আমার ছেলের কাছে এই পরিমান টাকা না থাকায় সে আরো কিছুদিন সময় চাই কিছুদিন পরে সুদসহ আমার ছেলের কাছে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা দাবি করে আমার ছেলে দিশেহারা হয়ে পড়ে এবং এইসব চিন্তায় আমার স্বামীও মারা যায় এরপর আবুল হাশেম ওবিল্লাল গং আমার ছেলের উপর অমানবিক চাপ দিতে থাকে এবং একপর্যায়ে আমার ছেলে আকবর হোসেন কে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণ নাশের হুমকি ধামকি দেয় এবং জিম্মি করে রেখে আমার ছেলেকে স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে আমাদের বসতবাড়ির জমি রেজিস্ট্রি করে লিখে নেনএবং আমার ছেলেকে খুন ও গুম করার হুমকি দিয়ে আমার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেয়। এরপর থেকে দীর্ঘ ০৬বছর যাবত আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছয় বছর আমার ছেলে গুম হয়ে আছে আমি আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য হাজারো বার উক্ত আবুল হাশেম ও বিল্লালের গং এর নিকট যেয়ে তাদের হাত পায়ে ধরেছি অনেক চেষ্টার পর বিল্লাল হোসেন নিজের ফোন নাম্বার দিয়ে ফোন করে আমার ছেলের সঙ্গে কয়েকবার কথা বলিয়ে দিয়েছে আমার ছেলের সঙ্গে ফোনে যখন কথা বলা হয় সে কান্নাকাটি করে বলেন “ভারতের কোন জায়গায় বিল্লাল তার পরিচিত লোকের কাজ করানো হচ্ছে” সে জায়গার নাম ঠিকানা সঠিক ভাবে আমাদেরকে বলেন না।
প্রকাশ থাকে যে, বিবাদীরা বলেছে দীর্ঘ ০৬ বছর আগে নাকি আমার ছেলে তাদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে এবং এখন বর্তমানে বিবাদী আবুল হাসেম আমাদের জমি জবর দখল করার জন্য বাড়িতে এসে হুমকি দিচ্ছে আমার ছেলের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ আমরা পরিবার বর্গ খুবই কষ্টে খেয়ে না খেয়ে এবং নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছি আশঙ্কা করছি যে, উক্ত আবুল হাসেম ওবিল্লাল গং যে কোন সময় আমাদের ভিটা মাটি দখল করে বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করে ফেলবে। আমাদের সবসময় এমন ভয়-ভীতি ভয়-ভীতি দিয়ে আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করার পরও আমরা কোন উপকার পেলাম না
আইন প্রয়োগকারী এর কাছে আমাদের জোরালো দাবিসুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের কে আইনের আওতায় আনার জন্য গ্রামবাসীর জোরালো দাবি
এমতাবস্থায় আইন প্রয়োগকারী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া উক্ত বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া মা হারা পাচার হওয়া সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দেয়ার জন্য আইনের হস্তক্ষেপ ও আমার একান্ত সহযোগিতা কামনা করছি।
Leave a Reply