যুবলীগের সভাপতি রেজাউল সরদার এর বিরুদ্ধে দলে বিভক্তি সৃষ্টির অভিযোগ
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রেজাউল সরদার এর বিরুদ্ধে দলে বিভক্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় সোনাইলতলা গ্রামের মৃত মুজিবুর রহমান সরদার এর ছেলে রেজাউল সরদার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ মুলক কর্মকার্ডে জড়িয়ে এলাকার প্রবীণ আওয়ামীলীগ নেতাদের অবমূল্যায়ন সহ সাংগঠনিক নিতি বিরধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০১৩ সালের ১৩ জানুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সস্মেলনে খুলনা সিটি কর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক, ততকালিন স্থানিয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আওয়ামীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র রায় এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার উপস্থিতে জামাতের কিছু সংক্ষক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠাকি ভাবে আওয়ামীলীগে যোগ দেয় রেজাউল সরদার (৪৬) ফারুক সরদার (৫০) ওহিদ সরদার (৪৯)। এমন অভিযোগ করে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার। এদিকে ২০২২ সালে সুন্দরবনে পিকনিকে গিয়ে বাগেরহাট -৩ রামপাল-মোংলা আসনের বিএনপি জোট মনোনিত সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ মওলানা শেখ আঃ ওয়াদুদ এর সহযোগী মোংলা উপজেলা জামাতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কহিনুর সরদার এর সাথে গোপন রাষ্ট্র বিরধী নাশকতা মূলক বৈঠাক করে রেজাউল সরদার এর ছেলে ছাকিব (১৯) ও ভাইপো ইমন (১৮)। এ বিষয় বীব মুক্তিযোদ্ধা মান্নান সরদার এর সন্তান ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন সরদার বলেন, রেজাউল সরদার এর ছেলে তনজিমুল ইসলাম (ছাকিব) ও তার চাচাতো ভাই তাছিম বিল্লাহ (ইমন) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুকে) দলের মধ্যে বিভেদ, কোন্দল সৃষ্টি মূলক পোষ্ট করে মুল ধারার নেতা দের অবমূল্যয়ন সহ বিব্রত করছেন। দলের ভাবমূর্তি খুন্ন করাই এদের কাজ। এমন কর্মকার্ডের তীব্র নিন্দা জানাই।
Leave a Reply