গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরের পৌর এলাকায় এক চাল ব্যবসায়ীর ম্যানেজারের নিকট থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শ্রীপুর এক যুবলীগ নেতাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
মেসার্স মড়ল এন্ড কোং ম্যানেজার শাহ আলমের ছেলে জাহিদুল আলম শরিফ বাদী হয়ে আজিজুল ইসলাম জন (৩২) নামের ওই যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ তাদের বিরুদ্ধে সোমবার শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
অভিযুক্তরা হলেন আজিজুল রহমান জন শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকার মৃত মাহবুবুর রহমান ছেলে। তিনি শ্রীপুর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। অন্যরা হলেন একই এলাকার মোবারক হোসেনের ছেলে সবুজ মিয়া(৩২),মৃত আব্দুল ছাত্তারের ছেলে তাইজুদ্দিন(৪০),মুলাইদ এলাকার শাকিব(৩০) ও রিয়েল(৪০)।
অভিযোগ সূত্রে জানা যায় যে , জাহিদুল ইসলাম রবিবার সন্ধ্যার মেসার্স মড়ল এন্ড কোং মালামাল বিক্রির নগদ ৫৩০০০০টাকা মালিক চাল ব্যবসায়ী মো. কাদির মড়লের বাসার নিকট আসলে আগে থেকে উৎপেতে থাকা অভিযোগকারীরা সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতিকৃত হামলা করে বেগে থাকা ৫৩০০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।তাঁর চিৎকার মালিকসহ অন্য কর্মচারী ছুটে আসলে তাঁদের উপরও হামলা চালায় ।তিনি ও আলমগীর গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
জনের বিরুদ্ধে একাধিক হামলা ও মামলার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
মামলার তদন্ত অফিসার এস.আই শাহাদাত হোসেন বলেন,আসামি গ্রেফতার জন্য জোর অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কোন সময় গ্রেফতার হতে পারে।