আসিফ জাহান
রবিরবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুভ উদ্ভোধনফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জুড়ী শাখার অধীনে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রবিরবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখার শুভ উদ্ভোধন করা হয়।
২১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় দক্ষিণ রবিরবাজার খান শপিং সিটির দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাছ খাঁন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জুড়ি শাখার ম্যানেজার এফ এ ভিপি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিলেট জোন ও জোনাল হেড ফয়সল আহমদ ভিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, বিয়ানী বাজার শাখার এফএভিপি ম্যানেজার তানভীর হোসেন চৌধুরী, রবিরবাজার উপশাখার ইনচার্জ মোঃ কাওছারুল ইসলাম চৌধুরী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, খান শপিং সিটির স্বত্ত¡াধিকারী বেলাল খান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তর সিটি মহানগর শাখার কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এস,এম লুৎফুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মকর্তা/কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে কুরআন থেকে তেলায়ওত করেন মাওঃ পাবেল আহমদ।