রাউজানে বেগম রোকেয়া পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বুধবার ১৬ ডিসেম্বর চটগ্রাম জেলার রাউজান উপজেলার বেগম রোকেয়া পাঠাগার" কর্তৃক মহান বিজয় দিবস ২০২০ ইং- উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভাস্থ জগৎমল্ল পাড়া বধ্যভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে সকাল ৯ টায় প্রতিবছরের মত এক বিষয়ভিত্তিক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ পরিবারের সন্তান সনজিত্ সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশ নেন নন্দন বইঘরের প্রকাশক সুব্রত চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী, রাঙ্গুনিয়ার রংধনু গণ-পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাসুদুর রাহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বই ভিত্তিক সংগঠন প্রতীতির প্রতিষ্ঠাতা সংগঠক মোরশেদুর ইসলাম, পূবালী ব্যাংক লি. রাণীর হাট শাখার ব্যবস্থাপক রিপন চৌধুরী এবং রাউজান ইংলিশ স্কুলের সহ প্রতিষ্ঠাতা এস.এম. ইউসুফ আমীন ও পাঠাগারের সভাপতি, চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়ম দে।
আলোচনায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে সেরা বই পড়ুয়াদের নিকট পুরস্কার বিতরণ করা হয়।