রাঙামাটিতে আবারো মেয়র হলেন আকবর
।।মাহাদী বিন সুলতানঃ রাঙামাটি।।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে আবারো মেয়র হিসেবে জয়লাভ করেছেন নৌকার প্রতীক আকবর হোসেন চৌধুরী।
রবিবার (১৪ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ২২৮০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামীলীগ সমর্থিত এই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৩৫ ভোট।
সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ৯টি ওয়ার্ডের মোট ৩১টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌরসভায় এবারের নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৫জন প্রার্থী। নৌকা ও ধানের শীষ প্রতীকের ছাড়াও বাকিরা হলেন, মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে। তিনি পেয়েছে ১৯৪৩ ভোট। জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রজেশ চাকমা। তিনি পেয়েছেন ১৬৯২ ভোট। এবং কোদাল প্রতীক নিয়ে ২৬০ ভোট পেয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান রানা।