রাঙামাটিতে দোকান ও বসতঘর পুড়ে ছাই; নিহত ১
।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে আসামবস্তি স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মংসুইচিং মারমার (ভাড়া) বাসায় বৈদ্যুতিক শর্ট-সর্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এলেও নিজের বাড়ির অগ্নিকান্ডের এই ঘটনায় জোসেফ লুসাই (৬০) নামের এক ব্যাক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
এসময় স্থানীয় লোকজনের সহায়তায় রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।