রাঙামাটিতে পৌর নির্বাচনে কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের দাবি বিএনপি পার্থী মামুনের
।।মাহাদী বিন সুলতান।।
১৪ই ফেব্রুয়ারি আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহনে কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের দাবি জানালেন মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রেগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই মেয়র প্রার্থী।
এসময় এ্যাড. মামুনুর রশিদ সুষ্ঠুভাবে ভোট গ্রহনে শুধুমাত্র শহরে ও কেন্দ্রের আশেপাশে সেনাবাহিনী মোতায়েন না করে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর সরব উপস্থিতির দাবি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের অহংকার। এই বাহিনীর প্রতি জনগনের বিশ্বাস রয়েছে। তাছাড়া রাঙামাটিতে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস তাই সকল সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারে তাই প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি একান্ত জরুরি।
অপর এক প্রশ্নের জবাবে মামুন জানান, রাঙামাটি শহরকে সম্পৃতিপূর্ণ ও পর্যটন বান্ধব শহর গড়তে আমি কাজ করে যেতে চাই। তাই পৌর পিতা নয়, আমি পৌরবাসীর সেবক হতে চাই।
এসময় তিনি আরো জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত হলে নিশ্চিতভাবে বলতে পারি পৌরবাসী আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), যুগ্ম সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা মহিলাদলের সভানেত্রী মিনারা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম-সম্পাদক অলি আহাদ, যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তাফা, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম, যুবদলের প্রচার সম্পাদক কামাল উদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমসহ রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply