1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
রাঙামাটিতে ৫০০পরিবারের মাঝে চেম্বার অব কমার্সের খাদ্য সামগ্রী বিতরণ - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
ad

রাঙামাটিতে ৫০০পরিবারের মাঝে চেম্বার অব কমার্সের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯৩ Time View

রাঙামাটিতে ৫০০পরিবারের মাঝে চেম্বার অব কমার্সের খাদ্য সামগ্রী বিতরণ

।।রাঙামাটি প্রতিনিধি।।

করোনা ভাইরাসে বিপর্যস্ত ৫০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (৬ মে) সকালে রাঙামাটি এসপি অফিস সংলগ্ন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।

এসময় চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে, সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, নেছার আহমেদ, ইউসুফ হারুন, জাহিদ আক্তার, মেহেদী আল মাহবুব, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রীগুলো অসহায় মানুষদের বাসায় বাসায় পৌঁছে দেয়া হয়। এসময় চাউল ৫কেজি, আলু ২কেজি, মশুর ডাল ১কেজি, পিঁয়াজ ২কেজি, সয়াবিন তেল ১লিটার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না।

তিনি চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চেম্বার ৫০০জনের দায়িত্ব নিয়েছে একইভাবে রাঙামাটির বিত্তবান ও সমাজপতিরা যদি এগিয়ে আসে তাহলে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম সফল হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব তাই জনগনের এই দূর্দিনে তিনি এগিয়ে এসেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি