রাঙামাটির লংগদু পরিদর্শন করলেন ডিসি মিজানুর রহমান
।।লংগদু প্রতিনিধিঃ আরাফাত হোসেন বেলাল।।
রাঙ্গামাটির লংগদুতে বিভিন্ন চলমান কাজ ও প্রধানমন্ত্রীর উপহার নিয়ে উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
শনিবার (১ মে) সকাল ১১টার সময় তিনি লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় লংগদু ইউনিয়নের পাঁচশত কর্মহীন হয়ে পড়া সাধারণ অসহায় সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পাঁচশত করে টাকা প্রদান করেন।
উপজেলা পরিষদ পরিদর্শন শেষে তিনি লংগদু থানা ও পরে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়তুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, অফিসার ইনচার্জ আরিফুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।