রাঙামাটির শিমুলতলীতে ভয়াবহ আগুন; ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
।।রাঙামাটি প্রতিনিধিঃ মাহাদী বিন সুলতান।।
রাঙামাটির শিমুলতলীতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই। এতে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার রাত পৌনে ১০টায় রাঙামাটি পাসপোর্ট অফিসের বিপরীতে শীমুলতলী এলাকায় হঠাৎ পুড়ে নিঃস্ব ১০টি দোকান। এতে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানায়, রাতে মৃদুলা বাতাশে হঠাৎ অগ্নিকান্ডে চারিদিক দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেও ততক্ষণে সব শেষ। ১ঘন্টারও বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যায়। আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানায়, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এবং কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।
Leave a Reply