সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ
আন্ত: জেলা অনুর্ধ্ব -১৫ মহিলা ফুটবল টুর্ণামেন্ট -২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ রবিবার সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্যরা।এসময় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম।
অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি পুলিশ কমিশনার ,বিপিএম (বার) পিপিএম (বার) মো: আনিসুর রহমান বলেন,নারীরা পুরুষের তুলনায় সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে খেলাধুলার মধ্যে দিয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবেন তারা।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি এনডিসি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এস এম জাফরুল্লাহ্ বলেন, এই খেলায় অংশগ্রহণ কারী নারীদের মধ্যে থেকেই একদিন উঠে আসবে বিশ্বসেরা নারী ফুটবলার ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেনী।
এ খেলায় রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আগত মোট ৭টি দল অংশগ্রহণ করে।সংশ্লিষ্টরা জানান,নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে ভবিষ্যতে নারীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই এমন আয়োজন করেন তারা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী কিবরিয়া আক্তার বানু, যুগ্ম সাধারন সম্পাদিকা নাহারুন্নেসা শিমুল,কোষাধ্যক্ষ জাহানারা বেগম,নির্বাহী সদস্য শামীমা করিম, হেলেন খান, শাহানারা বেগম ।এছাড়াও উপস্থিত ছিলেন ,রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা রাফিকা খানম ছবি ।রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন ।এবং উপস্থিত ছিলেন সাতটি জেলার সেক্রেটারি ও কর্মকর্তারা।