হাছান মিয়া, দিরাই উপজেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি
দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়ন এর এর সাবেক চেয়ারম্যান সৌম চৌধুরী আজ মৌলভীবাজার আত্মীয়র বাসায় বিষ পান করে মৃত্যু বরণ করেন,সূত্রে যানা যায় সুদখোরদের যন্তণা সইতে না পেরে বিষ পান করেন সৌম চৌধুরী, সৌম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন সংসদ সদস্য দিরাই, শাল্লার মাননীয় এমপি ড, জয়া সেনগুপ্তা, তিনি বলেন
সৌম চৌধুরী, সাবেক চেয়ারম্যান, রাজানগর ইউনিয়ন পরিষদ, দিরাই, সুনামগঞ্জ। সে আজ রোজ রবিবার তারিখ ৪/৬/২০২৩ ইংরেজি ইহলোক ত্যাগ করেছে। আমি তার আত্মার চির শান্তি কামনা করছি।
সৌম চৌধুরী আমার পারিবারিক ও আত্মার আত্মীয়। তার এই দু:সংবাদে আমি শোকাভিভূত। সহজ ও সরল মানুষটি এত দ্রুত চলে যাবে না ফেরার দেশে তা ভাবতেই পারিনি।
স্বর্গবাসী হও বাবা। এবং আর ও শোকভিভূতি প্রকাশ করেন রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূর্য সেন দাস পান্না